ইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবেমেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় আইপিডিস্বর্ণালংকারে ভ্যাট কমানোর দাবি বাজুসের
No icon

বাজেট অধিবেশন শুরু বুধবার

একাদশ জাতীয় সংসদের ৮ম (বাজেট) অধিবেশন শুরু হচ্ছে বুধবার (১০ জুন)। ওইদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। এরইমধ্যে আসন্ন বাজেট অধিবেশনের ক্যালেন্ডার প্রকাশ করেছে সংসদের আইন শাখা-১। ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশনের কার্যদিবস হবে মোট ১২টি। ১০ জুন সংসদের অধিবেশন শুরু হয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলতে পারে। আর অধিবেশন কবে শেষ হবে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত। জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ বলেছেন, ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশনের কার্যদিবস হবে মোট ১২টি।

জানা যায়, ১০ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। এরপর অধ্যাদেশ উত্থাপন করা হবে। তারপর আনা হবে শোক প্রস্তাব। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মূলতবি করা হবে।

জাতীয় সংসদের এ অধিবেশনে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরের বাজেটের মূল আকার দাঁড়াতে পারে সাড়ে ৫ লাখ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়।