ইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবেমেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় আইপিডিস্বর্ণালংকারে ভ্যাট কমানোর দাবি বাজুসের
No icon

সুরক্ষাসামগ্রী আমদানিতে শুল্ক ছাড় আসছে: এনবিআর

করোনাভাইরাস ঠেকাতে জরুরি কিছু সুরক্ষাসামগ্রীতে কর ছাড় দেবে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করতে পারে। এনবিআর সূত্র জানিয়েছে, কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি থাকতে পারে। পণ্যসংখ্যা হতে পারে ১৭। দেশে এসব সরঞ্জাম ও উপকরণের অভাব রয়েছে। মানুষ বাজারে জীবাণুনাশক পাচ্ছে না। কোম্পানিগুলো কাঁচামালের অভাবের কথাও বলছে।

জানতে চাইলে এনবিআরের এক কর্মকর্তা বলেন, কর ছাড়ের বিষয়ে আজ শনিবার আলোচনা হয়েছে। কাল একটা ফলাফল পাওয়া যাবে।