TAXNEWSBD
২০১৯-২০২০ কর বর্ষের রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো ও আইনজীবীদের প্রণোদনার আবেদনঃ বিটিএলএ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ০৪:৪৯ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

বাংলাদেশে ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (BTLA) এর ৬৪ টি ট্যাক্স বারের পচিশ হাজার সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাজনিত দুর্যোগে আপনি যেসব বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এই আপদকালীন সময়ে কর আইনজীবিদের পেশা সম্পূর্নরুপে বন্ধ। এই অবস্থা থেকে আমাদের উত্তোরনের জন্য আপনার কাছে আবেদন সরকারের তহবিল থেকে ২৫ কোটি টাকার প্রনোদনা বরাদ্দের জন্য অনুরোধ করছি ।

এবং সেই সাথে দীর্ঘদিন করোনা জনিত ছুটির কারনে ৭৫(৫) ধারা সহ অন্যান্য ধারায় করদাতারা ২০১৯-২০২০ করবর্ষের আয়কর রিটার্ন প্রস্তূত করতে পারেননি এবং আপীল কমিশনার ও ট্রাইবুনালে আপীল দায়ের করতে পারেননি । সেকারনে আগামী ৩১শে মে, ২০২০ইং পর্যন্ত সময় বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।