বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানে অনুদানে করছাড় বাতিল করছে সরকারখেজুর আমদানিতে শুল্ক-কর কমলদেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়ভোজ্যতেল আমদানিতে কমলো ভ্যাটখেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ
No icon

বাজেটের অর্থ ছাড়ের শেষ সময় ১৯ জুন

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির শেষ সময় ৩০ মে থেকে বাড়িয়ে ১৯ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০ জুন পর্যন্ত এ খাতে নতুন ব্যয় বিল দাখিল করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ছিল ১২ জুন। রোববার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় ১৮ জুন থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৩ জুন পর্যন্ত। তবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরেন বেতন-ভাতা সংক্রান্ত বিল পূর্বনির্ধারিত বা পুনঃনির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।