TAXNEWSBD
বাজেট অধিবেশন শুরু ১১ জুন
মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ১৫:০২ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। বিকেল ৫ টায় এ অধিবেশন শুরু হবে। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন। বর্তমান সরকারের এটিই হবে প্রথম বাজেট অধিবেশন। আগামী ১৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট উত্থাপন করবেন আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী, মেগা প্রকল্প বাস্তবায়ন, মাদক নির্মূলসহ নানা ইস্যুর কারণে এবারের বাজেট বেশ আলোচিত।

বাজেটের আকার হতে পারে প্রায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭০ কোটি টাকা। বিশাল এ ব্যয়ের বিপরীতে আয় ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৪ শতাংশ।