TAXNEWSBD
বিদেশি ব্যবসায়ীদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করার প্রস্তাব
শনিবার, ১৫ জুন ২০১৯ ১৬:২৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

বাংলাদেশে স্থায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করা বিদেশিদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ কথা উল্লেখ করেছেন। বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, বর্তমানে বেশিরভাগ বিদেশি আয়কর প্রদানকারী তাদের আয়ের হিসাব জমা দেন না, যদিও তারা স্থায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করে আয় করছেন। এ কারণে আসন্ন বাজেটে বিদেশি ব্যবসায়ীদের আয়ের হিসাব জমা দেওয়ার বিধি অন্তর্ভুক্তি করার প্রস্তাব দিয়েছেন তিনি।

এছাড়া স্বচ্ছ্ ট্রান্সফার প্রাইসিং এর জন্য তিনি প্রস্তাব করেন বাংলাদেশে স্থায়ীভাবে ব্যবসা করা বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় তাদের আন্তর্জাতিক লেনদেনের বিস্তারিত তথ্য দিতে হবে।