TAXNEWSBD
‘শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তরা বিশেষ সুবিধা পাবেন’
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ১৮:২২ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

শহজ শর্তে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে এনবিআরের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, শেয়ারবাজার নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। বর্তমান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীও খুবই উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী বিশেষভাবে পুঁজিবাজারের বিষয়টি দেখভালোর জন্য বলেছেন। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেরারম্যান ও বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। আর এসইসি ও আইসিবি ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করবে।

তিনি বলেন, শেয়ারবাজারে কর প্রণোদনা অব্যাহত থাকবে। যে সব কোম্পানির শেয়ারের ভিত্তি দুর্বল তার দাম যেন না বাড়ে সেদিকে নজরদারি থাকা জরুরি।