TAXNEWSBD
করদাতাদের সুবিধায় মেলাতেই পে অর্ডার-চালানের সুযোগ
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ০০:১৬ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আয়কর মেলা বসেছে রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে। প্রথমদিনে (বৃহস্পতিবার) আয়কর মেলার করদাতা ও সেবাপ্রার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। করদাতাদের সেবায় পে অর্ডার, ই-পেমেন্ট ও নগদ ক্যাশে চালানের ব্যবস্থা করেছে সোনালী, জনতা ও বেসিক ব্যাংক। এ জন্য মেলা প্রাঙ্গণে খোলা হয়েছে ব্যাংকের জন্য আলাদা বিশেষ গ্যালারি। সেখানে রয়েছে আলাদা আলাদা বুথ। বৃহস্পতিবার আয়কর মেলায় সরেজমিনে দেখা গেছে, অনেক করদাতা ই-পেমেন্ট, পে অর্ডার ও ক্যাশে চালান নিয়ে তথ্যের ধোঁয়াশায় পড়ছেন। তাদের জন্যই ব্যাংক শাখার ওই গ্যালারির সামনে ব্যাংকের কর্মকর্তাদের হাক ছেড়ে ডাকতে দেখা যায়।

সেখানে কথা হয়, বেসিক ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মেলায় আয়কর জমা দেয়ার ক্ষেত্রে পে অর্ডার গুরুত্বপূর্ণ। ব্যাংকে গিয়ে পে অর্ডার করতে হতো। বেসিক ব্যাংকের অ্যাকাউন্টধারীদের জন্য ২৩ টাকা এবং অন্যদের জন্য ৩৫ টাকা খরচা হতো। তবে গত বছর থেকে মেলা প্রাঙ্গণেই পে অর্ডারের ব্যবস্থা করা হয়েছে। সাত দিনই ফ্রি পে অর্ডার সার্ভিস চলবে। আবার যে কোনো ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ই-পেমেন্টও করা যাচ্ছে।

সোনালী ব্যাংক সিনিয়র অফিসার মো. আল আমিন বলেন, মেলায় আসা করদাতাদের সুবিধায় পে অর্ডার ও চালানের কপি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। খুব সহজে পূরণ করে আয়কর জমা দিতে পারছেন তারা। চালান জমা দিলেই অনলাইনে ফেরিফিকেশন করা যাচ্ছে। পে অর্ডার, ই-পেমেন্ট ও নগদ ক্যাশে চালান পে অর্ডার দেয়া যাচ্ছে।

ভেতরে ঘুরে দেখা যায়, সোনালী ও বেসিক ব্যাংকের বুথগুলোতে করদাতাদের ভিড় বেশি। সাজানো হয়েছে টেবিল ও হেল্থ ডেস্ক। যেখানে বসে পে অর্ডার ও চালানের কাগজ পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংক বুথে জমা দিচ্ছেন অনেকে।