TAXNEWSBD
করোনা প্রতিরোধে এনবিআরের ৫ দফা নির্দেশনা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ১৮:১৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

মহামারি করোনার সংক্রমণ রোধে পাঁচ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক-ভ্যাট বিভাগ। সোমবার (২২ মার্চ) এনবিআরের শুল্ক ও ভ্যাট কমিশনের সদস্য মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি নির্দেশনা শীর্ষক এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাঁচ দফা নির্দেশনার মধ্যে রয়েছে, বিপুল জনসমাগম হয় এমন সকল কার্যক্রম বন্ধ রাখা বা নিরুৎসাহিত করা। কাস্টমস হলরুমসহ বিপুল সংখ্যক সেবাপ্রার্থীর সমাগম হয়, এমন স্থানে ন্যূনতম সংখক সেবাগ্রহিতার অংশগ্রহণ নিশ্চিত করে জনসমাগম কমানো। দপ্তরের প্রবেশমুখে সাবান-পানি ব্যবস্থা করা। যেন কর্মকর্তা-কর্মচারীসহ স্টোকহোল্ডাররা হাত ধোয়াসহ স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে দপ্তরে প্রবেশ করতে পারেন।

সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার উৎসাহিত করা।

শ্বাসকষ্টসহ হাঁচি, কাশি, সর্দি ও জ্বর আক্রান্তদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা।