TAXNEWSBD
বিশিষ্ট কর আইনজীবী গফুর মজুমদার আর নেই
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ০০:১৬ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

বিশিষ্ট কর আইনজীবী বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এম এ গফুর মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন সহকারী এটর্নি জেনারেল সাইফুল আলম। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল আলম জানান, বিশিষ্ট কর আইনজীবী এম এ গফুর মজুমদার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গফুর মজুমদার ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন এবং বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। মহুমের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়।