রাজধানীর গুলশানের ও প্লে রেস্টুরেন্টে চলছে অনলাইন শপিং মেলা। এতে অংশ নিয়েছে ১৯টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভ্যাট গোয়েন্দার অভিযানে ভ্যাট ফাঁকির বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, চলমান এই মেলায় অংশ নেয়া ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুটির ভ্যাট নিবন্ধন রয়েছে। তবে তারাাও নিয়মিত ভ্যাট এবং রিটার্ন দেয় না। বাকি ১৭টির ভ্যাট নিবন্ধনই নেই। ভ্যাট আইন লঙ্ঘনের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা।
ভ্যাট আইন অনুসারে ভ্যাট নিবন্ধন না নিয়ে ব্যবসা পরিচালনা করা বেআইনী। অনলাইন কেনাকাটায় ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য এবং প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক।