TAXNEWSBD
২৯ টাকা ভ্যাট দিয়ে জিতলেন ১০ হাজার টাকা
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ ১৪:০৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

মাত্র ২৯ টাকা ৪০ পয়সা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়ে ১০ হাজার টাকা পুরস্কার জিতলেন মিরপুরের বাসিন্দা রনি হোসেন। তিনি মোহাম্মদপুর গ্রাফিকস ডিজাইন ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। আজ সোমবার তিনি পুরস্কারের টাকা হাতে পান।গত জানুয়ারি মাসে রনি হোসেন প্রিন্স সুইটস অ্যান্ড বেকারির একটি শাখা থেকে ১৯৫ টাকার খাবার কেনেন। এ জন্য তিনি সরকারি কোষাগারে ২৯ টাকা ৪০ পয়সা ভ্যাট দেন। বিক্রেতা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (এএমডি) বা ভ্যাট মেশিনের মাধ্যমে পণ্য বিক্রির রসিদ দেন।গত জানুয়ারি মাসে সারা দেশে ইএফডির মাধ্যমে পণ্য বিক্রির রসিদ নম্বরের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি লটারি অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই লটারির আয়োজন করে। ওই লটারিতে একজন ভাগ্যবান বিজয়ী হয়েছেন রনি হোসেন। তিনি ১০ হাজার টাকা মূল্যমানের পুরস্কার জিতে নেন।সোমবার রনি হোসেনের হাতে পুরস্কারের চেক তুলে দেন ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। ওই কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এএমডি চালানের মাধ্যমে পণ্য কেনায় উৎসাহিত করতে এনবিআর এখন থেকে প্রতি মাসে লটারির আয়োজন করবে। প্রথম লটারি অনুষ্ঠিত হলো ৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বিজয়ী ১০১ জনের ভ্যাটের রসিদ নম্বর প্রকাশ করা হয়েছে। পুরস্কারের টাকা পেতে বিজয়ীরা নির্ধারিত ফরমে আবেদন করা শুরু করেছেন। এর অংশ হিসেবে রনি হোসেন তাঁর পুরস্কারের টাকা নিলেন।প্রতি মাসের এএমডি চালানের নম্বরগুলো দিয়ে এই লটারি অনুষ্ঠিত হবে। বিজয়ী ১০১ জনকে নগদ অর্থ পুরস্কার পাবেন। ইতিমধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের ১ হাজার ৬০০টি প্রতিষ্ঠানে এএমডি মেশিন বসানো হয়েছে। আগামী জুন মাসের মধ্যে ১০ হাজার মেশিন বসানো হবে।