TAXNEWSBD
পুঁজিবাজার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে : ডিএসই ও সিএসই
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ২৩:৩৭ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন লেনদেন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর থেকে ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৫ ও ২২৬৬ পয়েন্টে রয়েছে।

দিনের এ সময় পর্যন্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর সিএএসপিআই সূচক অবস্থান করে ১৮ হাজার ৮২ পয়েন্টে।