শনিবার সংবাদমাধ্যমকে এ কর্মকর্তা বলেন এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন। সেক্ষেত্রে আইন অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে। এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।
সময় মতো আয়কর রিটার্ন দাখিলে কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবে।
আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান তিনি। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের আয়কর বিবরণী দাখিলের অনুরোধও জানান আলমগীর।
বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। প্রতিবছরই তাদের আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়ম রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারির কারণে গতবছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।