TAXNEWSBD
এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক
মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ০০:৩৪ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

বর্তমানে দেশে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তবে এই সেবার মাধ্যমে ঋণ দিচ্ছে ১১টি ব্যাংক। এর মধ্যে আবার কিছু ব্যাংক আমানত সংগ্রহের চেয়ে ঋণ বিতরণেই বেশি গুরুত্ব দিচ্ছে। সদ্যবিদায়ী ২০২১ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতে ইসলামী ব্যাংক সবার শীর্ষে অবস্থান করে। ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছিল ৮ হাজার ৫০৩ কোটি টাকা।

দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। এখন সারা দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে ১ হাজার ২১৩। আরও যেসব ব্যাংক এজেন্টদের মাধ্যমে ঋণ বিতরণ জোর দিয়েছে, সেগুলোর মধ্যে আছে ব্যাংক এশিয়া, ডাচ্বাংলা, আল-আরাফাহ্, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী, এনআরবি, যমুনা, মধুমতি ও মিডল্যান্ড।

এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকগুলো মূলত ছোট অঙ্কের এসএমই, কৃষি ও ভোক্তা ঋণ দিচ্ছে। এসব ঋণের সুদহার ৯ শতাংশ। যেহেতু এজেন্টরা একেবারে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে, সেহেতু প্রান্তিক জনগোষ্ঠী কম সুদে ঋণ সুবিধা পাচ্ছে। কারণ, স্থানীয় পর্যায়ে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) দেওয়া ঋণের সুদের হার ২০ শতাংশের বেশি পড়ে। সে জন্য এখন এজেন্ট ব্যাংকিং ঋণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
/p>