TAXNEWSBD
এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু বৃহস্পতিবার
বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৫:৫৩ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের প্রাক-বাজেট আলোচনা  বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের কর-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এ আলোচনা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।আগামীকাল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-বাজেট আলোচনা শুরু করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর ধারাবাহিকভাবে শুল্ক, ভ্যাট ও আয়কর বিষয়ে খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে আলাদা প্রাক-বাজেট আলোচনা হবে।দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা প্রাক-বাজেট আলোচনায় কর-সংক্রান্ত যেসব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচন ও যাচাই-বাছাই করে বাজেটে অন্তর্ভুক্ত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করবে এনবিআর।

এদিকে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর। রাজস্ব প্রশাসন গত ৩০ জানুয়ারি বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে বাজেট প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইলে (হনৎনঁফমবঃ২০২৩@ মসধরষ.পড়স) প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব (কর) শেখ মো. মনিরুজ্জামান বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। যেসব প্রতিষ্ঠান ও দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে বলেও জানিয়েছে এনবিআর।