TAXNEWSBD
শর্তের বেড়াজালে করপোরেট কর কমার সুবিধা মিলছে না
বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ ১৫:৩৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো হলেও অর্থ আইনের কিছু শর্তের কারণে ব্যবসাপ্রতিষ্ঠান এ সুবিধা নিতে পারছে না বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। তাই এসব শর্ত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। একই ধরনের দাবি জানিয়েছে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানিয়েছে সংগঠন দুটি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির শুল্ক বিভাগের সদস্য মো. মাসুদ সাদেক, ভ্যাট নীতির সদস্য জাকিয়া সুলতানা, আয়কর নীতির সদস্য সামস উদ্দিন আহমেদ, এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম, এফআইসিসিআই সভাপতি নাসের এজাজ বিজয়, এমসিসিআইর ট্যারিফ ও ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান হাসান মাহমুদসহ সংগঠন দুটির নেতারা উপস্থিত ছিলেন।এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত অর্থবছরে কিছু শর্ত সাপেক্ষে প্রায় সব ক্ষেত্রে করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় হ্রাসকৃত কোম্পানি করহার সুবিধা কেউই ভোগ করতে পারছেন না। অর্থ আইন ২০২২ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলির কারণে হ্রাসকৃত করহারের সুবিধা নেওয়া সম্ভব হচ্ছে না। এ শর্ত বাতিলের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, কোম্পানির অনেক ব্যয়কে অনেক সময় অনুমোদিত ব্যয়ের বাইরে রাখা হয়। এতে করের বোঝা বাড়ে। তা ছাড়া উৎসে করহার বেশি হওয়ায় কার্যকরী করপোরেট করহার অনেক বেড়ে যায়। তাই পাবলিক লিমিটেড কোম্পানির করপোরেট করহার ২০ শতাংশ নির্ধারিত থাকলেও সেটা কোনো কোনো ক্ষেত্রে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়। তাই কার্যকরী করপোরেট করহার কমানোর প্রস্তাব করেন তিনি।এমসিসিআইর প্রস্তাবনায় বলা হয়, স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বাজেট ব্যবস্থাপনা গতিশীল ও স্বচ্ছ হলে স্বতঃপ্রণোদিত হয়ে করদাতারা রাজস্ব দেবেন। এতে রাজস্ব আহরণ আরও বাড়বে। এ ছাড়া সব ধরনের কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতাবহির্ভূত রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরী করপোরেট করহার নির্ধারণের দাবি জানান এফআইসিসিআই সভাপতি নাসের এজাজ বিজয়। এ ছাড়া ভ্যাট আদায় কর্যক্রমকে তিনি পুরোপুরি অটোমেশন করার প্রস্তাব করেন।