চলতি অর্থবছরের বাজেটে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৪০ ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। আগামী ২০২৩-২৪ অর্থবছরে নতুন করে আরও ৬টি সেবা গ্রহণে একই নিয়ম চালু করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এই ৪৬ ধরনের সেবা নিতে যাঁরা রিটার্ন দাখিল করবেন, তাঁদের করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম দুই হাজার টাকা কর আদায়ের পরিকল্পনা রয়েছে। , নতুন ৬টি সেবা হলো স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিতে বা তালিকাভুক্তি করতে বা বহাল রাখা, জমি, ভবন এবং অ্যাপার্টমেন্টের ইজারা নিবন্ধন, সব পৌর এলাকায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর বা ইজারা নিবন্ধন, ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট, সোসাইটি বা সমবায় সমিতির ব্যাংক হিসাব খোলা বা চালু রাখা ও ব্যক্তি কর্তৃক সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা ইজারা গ্রহণকালে এবং বাড়ির মালিকের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ।
চলতি অর্থবছরে যে ৪০টি সেবা গ্রহণে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়, এগুলোর মধ্যে রয়েছে পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ নিতে চাইলে, কোম্পানির পরিচালক পদ পেতে, আমদানি-রপ্তানির সনদ নিতে, ব্যবসা শুরুর ট্রেড লাইসেন্স নিতে বা নবায়নকালে, সমবায় সমিতির নিবন্ধন নিতে, দশ লাখ টাকার বেশি মূল্যের জমি-ফ্ল্যাট নিবন্ধনকালে, ক্রেডিট কার্ড নিতে, পেশাজীবী সংগঠনের সদস্যপদ পেতে, কাজি হিসেবে সনদ নিতে, বাণিজ্য সংগঠনের সদস্য পেতে, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও বিএসটিআইর সনদ গ্রহণ।এ ছাড়া বাণিজ্যিক ও শিল্পে ব্যবহৃত গ্যাস সংযোগ অথবা সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নিতে, ইট ভাটা চালু করতে, বিদ্যুৎ সংযোগ নিতে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে, আগ্নেয়াস্ত্রের সনদ নিতে, এলসি খুলতে, পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয়পত্র কিনতে, উপজেলা বা পৌরসভা বা জেলা পরিষদ বা সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে, মোটরসাইকেল বা সিএনজি ছাড়া অন্য যানবাহনের মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে, বিদেশি অনুদান গ্রহণকারী এনজিও বা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের সনদ গ্রহণ করতে, অভিজাত ক্লাবের সদস্যপদ নিতে; দরপত্র জমা দিতে, ১৬ হাজার টাকার বেশি মূল বেতনভোগী সরকারি চাকরিজীবীদের বেতন তোলা ইত্যাদি ক্ষেত্রে।