TAXNEWSBD
সময়মতো আয়কর রিটার্ন জমা না দিলে বিপদে পড়বেন চাকরিজীবীরা
রবিবার, ০১ অক্টোবর ২০২৩ ০১:৩৭ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সময়মতো আয়কর রিটার্ন জমা না দিলে বিপদ আছে। যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মুঠোফোন ও ইন্টারনেট ভাতা—এই ধরনের ভাতার ওপর কর বসবে। কোনো কর রেয়াত মিলবে না। বিনিয়োগজনিত কর রেয়াতসহ সব ধরনের কর সুবিধা বাতিল হয়ে যাবে। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা বেশি ঝামেলায় পড়বেন।

নতুন আইন অনুযায়ী, একজন চাকরিজীবী সারা বছর মূল বেতনের পাশাপাশি যাতায়াত, চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ভাতা পান। এসব ভাতার টাকার মধ্যে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত কিংবা বার্ষিক মোট আয়ের দুই-তৃতীয়াংশের মধ্য যেটি কম, তা করমুক্ত থাকবে। কিন্তু ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে এসব সুবিধা বাদ যাবে এবং এসব ভাতার ওপর কর বসবে। 

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের সারা বছরের (১২ মাস) মূল বেতনের পরিমাণ সাড়ে চার লাখ টাকা। করমুক্ত আয়সীমা এখন সাড়ে তিন লাখ টাকা। সুতরাং তাঁর করযোগ্য আয় এক লাখ টাকা। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন যাতায়াত, চিকিৎসা, মুঠোফোন ভাতাসহ সারা বছরের আরও দুই লাখ টাকা পেয়েছেন। এ বছর তিনি ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দিলে করযোগ্য আয় এক লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে ৫ হাজার টাকা কর দিলেই হবে। কিন্তু তিনি যদি কোনো কারণে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তাঁকে কর দিতে হবে সব মিলিয়ে ২৫ হাজার টাকা। দেরি করলে করের ওপর সুদও গুনতে হবে।

এর কারণ হলো, আইন অনুযায়ী ভাতা হিসেবে পাওয়া টাকাও করের আওতায় চলে আসবে। তখন আবদুল্লাহ আল মামুনের করযোগ্য আয় হবে তিন লাখ টাকা। আয়কর আইনের নতুন কর হার অনুযায়ী, প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ এবং পরের ২ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে।

এ ছাড়া করদাতারা সঞ্চয়পত্র, শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে কর রেয়াত নেন। ৩০ নভেম্বরের পর রিটার্ন দিলে বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়া যাবে না। এবার অবশ্য বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়মেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন করদাতার মোট আয়ের ৩ শতাংশ বা নিয়মমাফিক মোট বিনিয়োগের ১৫ শতাংশ কিংবা ১০ লাখ টাকার মধ্যে যেটি কম হবে, সেটিই বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণ হবে। এ ছাড়া কোনো করদাতা বিদেশ থেকে প্রবাসী আয় পেলে কিংবা বিদেশ থেকে কোনো আয় এলে তা করমুক্ত। কিন্তু ৩০ নভেম্বরের পর রিটার্ন দিলে এ ক্ষেত্রেও কর দিতে হবে।

নতুন আইন অনুযায়ী, ৩০ নভেম্বর বা কর দিবসের আগের রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এ নিয়ে গণমাধ্যমে খবর বের হলে এনবিআরের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়, ৩০ নভেম্বরের পরও রিটার্ন দেওয়া যাবে। এনবিআর বলেছে, কর দিবস পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন।

আয়কর আইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো বিধান রাখা হয়নি। কেননা করদাতারা এখন যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ওই করদাতাকে মোট করের ওপর সুদ আরোপ হবে। এর মানে হলো, বাড়তি কর তো দিতেই হবে। সেই বাড়তি করের ওপর সুদ আরোপ হবে। বর্তমানে প্রায় ৯০ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে ৩০ লাখের মতো রিটার্ন জমা দেন।