TAXNEWSBD
আইটি ফ্রিল্যান্সারদের আয়ে উৎসে কর নেই
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৪২ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আইটি ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনো উৎসে কর কর্তন প্রযোজ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে রেমিট্যান্স আহরণকারী ডিলার ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১২৪ ধারার (২)(আ) এবং ষষ্ঠ তপশিলের অংশ ১-এর দফা ২১ অনুযায়ী, আইটি ফ্রিল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকেও বলা হয়, ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনো উৎসে কর কর্তন প্রযোজ্য নয়। এর আগে গত বুধবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে আয়কর আইন অনুযায়ী, সেবা চার্জ বা রেভিনিউ শেয়ারিং থেকে পাওয়া রেমিট্যান্সের অর্থের ওপর উৎসে কর কর্তনের কথা বলা হয়। ফ্রিল্যান্সারদের আয়ের কথা বলা হয়নি। এখানে সেবা খাত বলতে বিদেশি পণ্য পরিবহন করে বাংলাদেশের শিপিং লাইন থেকে অর্জিত আয় ও ইনডেন্টিং ব্যবসার আয়কে বোঝানো হয়েছে। কোনো অবস্থাতেই ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর কর আরোপ করা হয়নি।