TAXNEWSBD
টিআরপি সনদ প্রাপ্তির যোগ্যতা কি
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৩:০৯ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

১.    সরকারি চাকরিতে কর্মরত নন এইরুপ বাংলাদেশি নাগরিক হবে;
২.    ন্যূনতম অনার্স  বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৩.    স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সমক্য ধারণ থাকতে হবে;
৪.    কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে;
৫.    বোর্ড কর্তৃক গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং;
৬.    টিআইএনধারী হতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে।