TAXNEWSBD
টিআরপির সহায়তা নিতে পারবেন করদাতারা
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৬:২৯ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

দেশের বিপুল করযোগ্য জনগণকে করের আওতায় আনতে অফিসে না গিয়ে রিটার্ন ও কর প্রদানে এবারই প্রথম আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের প্রান্তিক করদাতাদের জন্য আয়কর রিটার্ন পূরণ এবং দাখিল পদ্ধতি বিবেচনায় এ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব টিআরপি করদাতাদের স্বয়ংক্রিয় ব্যবস্থায় রিটার্ন প্রস্তুতের পাশাপাশি রিটার্ন দাখিল ও কর দিতে সহায়তা করছেন। সম্প্রতি টিআরপি সহায়িকা প্রকাশ করেছে এনবিআর। এর আলোক জেনে নেওয়া যাক টিআরপির কার্যক্রম। টিআরপি হলেন রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা, ২০২৩-এর অধীন আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি। এই বিধিমালার অধীন কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ও সনদপ্রাপ্ত টিআরপিরা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন ব্যক্তির আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।সরকারি চাকরিতে কর্মরত নন এমন বাংলাদেশি নাগরিক টিআরপি সনদ প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন। তবে তাঁকে ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটার ও আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে টিআইএনধারী হতে হবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে। এনবিআর সময় সময় আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদানের যোগ্যতা যাচাইয়ে কর অভিজ্ঞান পরীক্ষা গ্রহণ করবে এবং উত্তীর্ণ প্রার্থীদের টিআরপি সনদ দেবে। কর আইনজীবী হিসেবে স্বীকৃত ব্যক্তিরা আবেদন করলে তাদের যোগ্যতার সনদ ও অন্যান্য প্রযোজ্য দলিল যাচাইপূর্বক কোনো প্রকার পরীক্ষা ছাড়াই এনবিআর তাদের টিআরপি সনদ দেবে।


সনদপ্রাপ্ত টিআরপি তালিকাভুক্তির জন্য এনবিআরের কাছে সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদনে তিনি যে সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে তালিকাভুক্ত হতে আগ্রহী, সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন। প্রাপ্ত আবেদন যাচাইক্রমে আবেদনকারীকে টিআরপি হিসেবে তালিকাভুক্তির উদ্দেশ্যে বোর্ডের সঙ্গে নিবন্ধনপূর্বক একটি অনন্য শনাক্তকরণ সংখ্যা প্রদান করা হবে। একজন টিআরপি বোর্ড কর্তৃক নির্বাচিত সহায়তাকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্বাচিত হবেন।টিআরপিরা দায়িত্বশীলতার সঙ্গে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন ব্যক্তি তথা যোগ্য ব্যক্তির রিটার্ন প্রস্তুত করবেন। তারা রিটার্ন প্রস্তুত ও দাখিলের আগে যোগ্য ব্যক্তির সম্মতি গ্রহণ করবেন। রিটার্নের একটি অনুলিপি সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করবেন। একই সঙ্গে রিটার্ন দাখিলের প্রমাণ তাঁর কাছে সংরক্ষণ করবেন এবং যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করবেন।করদাতাদের সহায়তা দেওয়ার জন্য টিআরপিদের নির্দিষ্ট হারে প্রণোদনা দেবে এনবিআর। এ ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করবর্ষে ন্যূনতম করের ওপর ১০ শতাংশ, পরবর্তী ১৫ হাজার টাকা পর্যন্ত করের ওপর ২ শতাংশ, পরবর্তী ৫০ হাজার টাকা করের ওপর ১ শতাংশ এবং অবশিষ্ট করের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ প্রণোদনা পাবেন। চতুর্থ ও পঞ্চম করবর্ষে প্রণোদনার হার অর্ধেকে নেমে যাবে। টিআরপির প্রাপ্য প্রণোদনার ১০ শতাংশ সহায়তাকারী প্রতিষ্ঠান সার্ভিস চার্জ হিসেবে পাবে।