আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে ২০২৩-২৪ করবর্ষের নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বর। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ দুই মাস বাড়ানো হয়েছে। আর আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত কর দিবস ১৫ জানুয়ারি। কোম্পানি করদাতাদের সময় এক মাস বৃদ্ধি করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন আয়কর আইন বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণি ও কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে ব্যক্তিশ্রেণির সময় দুই মাস ও কোম্পানি করদাতাদের এক মাস সময় বাড়ানো হয়েছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরীর সই করা এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে, চলতি করবর্ষে রিটার্ন দাখিল ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে অনলাইনে রিটার্ন ৩ লাখ ছাড়িয়ে গেছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে রিটার্ন দাখিল হয়েছে প্রায় ১৪ লাখ ১৫ হাজার (ব্যক্তিশ্রেণি ও কোম্পানি)। রিটার্নের সঙ্গে কর জমা হয়েছে প্রায় এক হাজার ৯৮৪ কোটি টাকা। আর চলতি বছরের ১ জুলাই থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট রিটার্ন দাখিল হয়েছে প্রায় ২০ লাখ ৫২ হাজার (ব্যক্তিশ্রেণি ও কোম্পানি)। আর রিটার্নের সঙ্গে কর জমা হয়েছে ৪ হাজার ৩৩৩ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। অন্যদিকে, ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে রিটার্ন প্রস্তুত করেছেন ৩ লাখ ৩৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে রিটার্ন হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৭৮৯টি। রিটার্নের সঙ্গে কর জমা হয়েছে ১১ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৯২৪ টাকা।
অন্যদিকে, ৩৯ বছর পর সম্প্রতি পাস হয়েছে নতুন আয়কর আইন। ফলে নতুন আইন সম্পর্কে জানতে ও অভ্যস্ত হতে করদাতাদের সময় লাগবে। এছাড়া প্রতি বছর আগে আগে আয়কর পরিপত্র জারি করে এনবিআর। কিন্তু এবার পরিপত্র জারি হয়েছে অনেক দেরিতে। একদিকে নতুন, অন্যদিকে দেরিতে পরিপত্র প্রকাশ। এতে করদাতাদের নতুন আইনের অনেক বিষয় বুঝতে ও হিসাব মেলাতে সময় লাগবে। আবার বর্তমানে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে করদাতারা অনেকটাই বেকায়দায় রয়েছেন। চলছে নির্বাচন প্রস্তুতি। ফলে নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে অনেক করদাতা ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। এজন্য রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধির জন্য এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। একই সঙ্গে সময় দুই মাস বৃদ্ধির জন্য এনবিআরকে চিঠি দিয়েছে আয়কর আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। সম্প্রতি দুই সংগঠন থেকে পৃথক চিঠি দেয়া হয়।দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার টিআইএনধারী রিটার্ন দাখিল করেছিলেন।