TAXNEWSBD
মোল্লা সল্ট পরিবারের দুই কর্ণধার গত ৯ বছর ধরে একাধারে সেরা করদাতা হিসেবে নির্বাচিত
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ০০:৩০ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

কর প্রদানের মাধ্যমে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সার্বিক উন্নয়নে সহযোগী হতে পেরে মোল্লা সল্ট পরিবার গর্বিত। নারায়ণগঞ্জ কর অঞ্চল হতে ২০২২-২০২৩ করবর্ষে প্রতিবারের মতো একই পরিবার থেকে আবারও সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা সল্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু। ওই কর অঞ্চল থেকে প্রথম করদাতা সম্মাননা এবং একই সঙ্গে মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রাউন সিমেন্ট পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা। মোল্লা সল্ট পরিবারের দুই কর্ণধার গত ৯ বছর ধরে একাধারে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।