TAXNEWSBD
রিটার্নের প্রমাণপত্র জমা না দিলে গাড়িতে বাড়তি কর
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৫:২৬ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

গাড়ির নিবন্ধন ও ফিটনেস নবায়নে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়া বাধ্যতামূলক। গাড়ি নিবন্ধন বা নবায়নে গাড়িভেদে নির্দিষ্ট হারে অগ্রিম কর দিতে হয়।গাড়ি নিবন্ধন বা নবায়নের সময় রিটার্ন জমার প্রমাণপত্র না দিলে বাড়তি অগ্রিম কর দেওয়ার বিধান যুক্ত করে গত মঙ্গলবার পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ক্ষেত্রে রিটার্ন জমার স্লিপ না থাকলে গাড়িভেদে বাড়তি ৮ হাজার থেকে ১ লাখ টাকার বেশি কর দিতে হবে।পরিপত্রে বলা হয়, বাসের আসন সংখ্যা ৫২টির বেশি হলে অগ্রিম কর ১৬ হাজার টাকা। তবে পিএসআর দিতে না পারলে অগ্রিম কর দিতে হবে ২৪ হাজার টাকা। অর্থাৎ বাড়তি ৮ হাজার টাকা অগ্রিম কর দিতে হবে। একইভাবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের অগ্রিম কর ৩৭ হাজার ৫০০ টাকা। পিএসআর না দিলে এই গাড়ির অগ্রিম কর দিতে হবে ৫৬ হাজার ২৫০ টাকা।এদিকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নয়, এমন একটি গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর ২৫ হাজার টাকা।

তবে পিএসআর না দিলে ৩৭ হাজার ৫০০ টাকা দিতে হবে। একাধিক গাড়ি থাকলে প্রতিটি গাড়িতে অগ্রিম কর ৩৭ হাজার ৫০০ টাকা হলেও পিএসআর না দিলে দিতে হবে ৫৬ হাজার ২৬০ টাকা।একইভাবে ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে নয় এমন গাড়ির ক্ষেত্রে কর ৫০ হাজার টাকা। পিএসআর না দিলে দিতে হবে ৭৫ হাজার টাকা। একাধিক গাড়ি থাকলে এবং পিএসআর দেখাতে না পারলে প্রতিটি গাড়ির জন্য দিতে হবে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নয় এমন গাড়ির ক্ষেত্রে কর ১ লাখ ২৫ হাজার টাকা। পিএসআর না দিলে দিতে হবে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। একাধিক গাড়ির ক্ষেত্রে পিএসআর না দিলে দিতে হবে ২ লাখ ৮১ হাজার ২৫০ টাকা। ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নয়, এমন গাড়ির ক্ষেত্রে কর ১ লাখ ৫০ হাজার টাকা। পিএসআর না দিলে দিতে হবে ২ লাখ ২৫ হাজার টাকা। একাধিক গাড়ি থাকলে পিএসআর দিতে না পারলে দিতে হবে ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতি গাড়ির ক্ষেত্রে কর দিতে হবে ২ লাখ টাকা। তবে পিএসআর দিতে না পারলে দিতে হবে ৩ লাখ টাকা। একাধিক গাড়ি থাকলে পিএসআর না দিলে কর দিতে হবে ৪ লাখ ৫০ হাজার টাকা।