TAXNEWSBD
বিশ্ববাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ ২১:১১ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আন্তর্জাতিক বাজারে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়ায় ভোজ্যতেলটির দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম কম থাকায় সীমিত লাভ হয়েছে ব্যবসায়ীদের। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম গতকাল আগের দিনের তুলনায় ১৯ রিঙ্গিত বা দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৭২৪ রিঙ্গিতে (৮২৭ ডলার ৫৬ সেন্ট)। এ বিষয়ে রয়টার্সের প্রযুক্তিগত বিশ্লেষক ওয়াং তাও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম টনপ্রতি ৩ হাজার ৭৮৪ রিঙ্গিতে পৌঁছার সম্ভাবনা রয়েছে।’