TAXNEWSBD
জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, আগস্টে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশে। এছাড়া আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নেমে এসেছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মাসে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করেছে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশে। গত জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১১ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এরপর থেকে খাদ্য মূল্যস্ফীতি কখনোই ১৪ শতাংশের ওপরে ওঠেনি।
সূত্র : ভিওএ