TAXNEWSBD
করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয় : অর্থ উপদেষ্টা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৩ পূর্বাহ্ন

TAXNEWSBD

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাস সময় পার হয়েছে। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'রিফর্ম (সংস্কার) বিষয়ে মানুষ অস্থির হয়ে গেছে। আর্থিক ব্যাংকিং খাত এবং শিক্ষা খাতে কিছু রিফর্ম হয়েছে, তবে কেউ কেউ বলছে অন্য ক্ষেত্রে তেমন একটা হয়নি।'

আজ শনিবার রাজধানীর রাজস্ব বোর্ডের হেডকোয়ার্টারে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, রাজস্ব খাতের সংস্কার ঠিকমতো না হলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারব না।