TAXNEWSBD
মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ ২৩:২২ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাতের জেরে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। লেবানন ও ইসরায়েলের হামলা এবং তার জেরে ইসরায়েলে ইরানের হামলার কারণে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে—এই আশঙ্কায় দাম বেড়েছে। যদিও বিশ্ববাজারে তেলের সরবরাহ এখন যথেষ্ট।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৫৪ ডলারে উঠেছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে।