TAXNEWSBD
রিটার্ন দাখিলের সুবিধার্থে আয়কর তথ্যসেবা মাস শুরু
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৯ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

আয়কর রিটার্ন দাখিলসহ মেলার পরিবেশে করদাতাদের সব ধরনের সেবা দিতে রোববার (৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে কর তথ্যসেবা মাস। নভেম্বর মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪১টি কর অঞ্চলের ৮৬৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।রোববার এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর রাজস্ব আহরণের অন্যতম প্রধান খাতই নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও কার্যকরী মাধ্যম। আয়করের মাধ্যমে রাজস্বের বৃহত্তম অংশ আহরণের ক্ষেত্রে সকল দেশই সচেতন প্রয়াস চালায়। কর সচেতনতা বৃদ্ধি ও আরও নিবিড় আয়কর তথ্যসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ নভেম্বর মাসে বিগত অনেকগুলো বছর ধরে বিশেষ আয়কর তথ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।এর প্রধানতম উদ্দেশ্যে হলো কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা। করদাতা-বান্ধব কর ব্যবস্থাপনার প্রতিচ্ছবি হিসেবে কর বিভাগ বিগত অনেকগুলো বছর ধরে আয়কর তথ্যসেবা মাসে প্রয়োজনীয় আয়কর তথ্যসেবা প্রদানের ক্ষেত্রে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রাজ্ঞ নির্দেশনা ও অনুশাসন অনুযায়ী আয়কর তথ্যসেবা মাসের সার্বিক কাজে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণীর করদাতাগণের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।এ উদ্দেশ্য পূরণে গত ২২ অক্টোবর ২০২৪ একটি প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্য সকল করদাতাদের অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা প্রদানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আয়কর তথ্যসেবা মাস ২০২৪ উদ্যাপন উপলক্ষে রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও অনলাইনভিত্তিক মিডিয়াগুলোতে ব্যাপক প্রচার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আয়কর দিবস ২০২৪ পালন উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও আহ্বায়কের (আয়কর তথ্যসেবা মাস ২০২৪ উদ্যাপন কমিটি) বাণী, নিবন্ধ ও ছবি সম্বলিত ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া টিভিতে আলোচনা অনুষ্ঠান-আয়কর প্রদানে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা বা আলোচনা অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।আয়কর তথ্যসেবা মাস ২০২৪ উদ্যাপন উপলক্ষে ও আয়কর বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত প্রস্তুতকৃত স্টিকার, বেলুন, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন কর অঞ্চলে স্থাপন করা হবে। আয়কর তথ্যসেবা মাসে সম্মানিত করদাতাগণকে প্রতিটি কর অঞ্চলে বিভিন্ন সেবা প্রদান করা হবে। করদাতাদের নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২৪-২০২৫ করবর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকবে। প্রতিটি অফিসে উন্মুক্ত স্থানে রিটার্ন গ্রহণ বুথ এবং হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণ এবং করদাতাদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হবে।

সমগ্র বাংলাদেশের ৮৬৯ টি সার্কেলের করদাতাদের ৪১ টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপনের মাধ্যমে নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণের সেবা প্রদান করা হবে৷ আয়কর তথ্যসেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল, ই-পেমেন্টের (এ-চালান ও অন্যান্য) ব্যবস্থা রাখা হবে।কর অঞ্চল-৪ এবং কর অঞ্চল-১৬, ঢাকার ব্যবস্থাপনায় সচিবালয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাংলাদেশ সচিবালয়, ঢাকায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন রেজিস্ট্রেশন, অনলাইন রিটার্ন দাখিল সুবিধা ও হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে ৩-১৮ নভেম্বর পর্যন্ত কর তথ্য সেবা প্রদান করা হবে। পরিকল্পনা কমিশনে ২৪-২৮ নভেম্বর কর তথ্য সেবা প্রদান করা হবে।কর অঞ্চল-১১, ঢাকার ব্যবস্থাপনায় ১৮-১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর সেবা প্রদান করা হবে। করদাতাদের অনলাইন রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। এছাড়া সশস্ত্র বাহিনীর সকল সদস্য যেনো অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে সেজন্য অনলাইন রিটার্ন রেজিস্ট্রেশন এবং অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি সম্পর্কে তাদেরকে কর অঞ্চল-৯, ঢাকার সহযোগিতায় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।