TAXNEWSBD
অনলাইনে ভ্যাট দেওয়ার পর হার্ডকপি দাখিলদাখিল করতে হবে না
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ ০২:১২ পূর্বাহ্ন

TAXNEWSBD

সবাইকে মূল্য সংযোজন কর (মূসক) রিটার্ন এবং সহগ ঘোষণা অনলাইনে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার হার্ডকপি চান, যা আইনসংগত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।