TAXNEWSBD
অনলাইনে ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে ভ্যাট কার্যক্রম
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ০১:১১ পূর্বাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

নেটওয়ার্ক স্থানান্তরের জন্য ৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা আইভাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। 

সব কার্যক্রম বন্ধের কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন হয়েছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার। এর পরিপ্রেক্ষিতে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারতে অনুরোধ করেছে এনবিআর।