নতুন মূসক বা ভ্যাট নিবন্ধন প্রদানে গত ৬ মাসে (আগস্ট-জানুয়ারি) ২৬ শতাংশ বৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।তিনি বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানান ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যার ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে বিগত একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন প্রদানের মাধ্যমে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।মো. আল আমিন শেখ বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪টি। কিন্তু ২০২৪ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮টি হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেন। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়।
নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর এরই মধ্যে ভ;্যাটযোগ;্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ টাকা পর্যন্ত ভ;্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে। মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।এই কর্মকর্তা আরও বলেন, সব কর্মকর্তাকে নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য মেধাজাত কর্মকাণ্ডের মাধ্যমে আউট অব দ্য বক্সে কাজ করার জন্য বলা হয়েছে। কর্মকর্তাদের কর্মপ্রবণতা, দক্ষতা ও সৃজনশীল কাজের মাধ্যমে নিবন্ধন সংখ্যা প্রবৃদ্ধিতে সফল কর্মকর্তাকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা বলেন, ভ;্যাট নেট বৃদ্ধিতে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান ধারা অব;্যাহত থাকলে পরবর্তী ছয় মাসে নতুন নিবন্ধন সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার প্রত;্যাশা এনবিআরের।