TAXNEWSBD
আজ ও আগামীকাল কাস্টম হাউজ খোলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৫:১৪ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রপ্তানিবিষয়ক সব কার্যক্রম চালু থাকবে।বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কনীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এতে বলা হয়, আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েক দিন বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে । এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি-রপ্তানিসংক্রান্ত সমিতিদেরও এটি অবহিত করা হয়েছে।এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়; তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে পড়ে।