TAXNEWSBD
ভ্যাট অব্যাহতি দিলেই বেজা থেকে প্লট বুঝে নিতে আগ্রহী বিজিএমইএ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৬:১০ অপরাহ্ন
TAXNEWSBD

TAXNEWSBD

ভ্যাট অব্যাহতি দিলেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে প্লট বুঝে নিতে আগ্রহী তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি চায়, বেজা থেকে প্লট বরাদ্দে ভ্যাট অব্যাহতি দেওয়া হোক। কেননা সাধারণভাবে ভাড়ার বিপরীতে শতভাগ রপ্তানিমুখী শিল্পকারখানার জন্য ভ্যাট মওকুফের বিধান রয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫০ বছরের জন্য ভাড়ার ভিত্তিতে বিজিএমইএকে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। তাই এখানেও ভ্যাট প্রযোজ্য হওয়ার কথা নয়। স্থানীয় বা আংশিক রপ্তানিকারকদের জন্য ভ্যাট প্রদানের বিধান প্রযোজ্য। এ বিবেচনায় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার জন্য প্লট বরাদ্দে ভ্যাট অব্যাহতি দিতে বেজার প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।গত রোববার বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল জোনবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় সংগঠনের নেতারা এমন অবস্থানের কথা জানান। বিজিএমইএর চট্টগ্রাম কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল জোনবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মহসিন আহমেদ। বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক ও ইন্ডাস্ট্রিয়াল জোনবিষয়ক স্থায়ী কমিটির ডিরেক্টর ইনচার্জ এম মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএর পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুর, রাকিবুল আলম চৌধুরী, কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ নাকিম উদ্দিন, কমিটির সদস্য শাকের আহমেদ, আহমেদ নুর ফয়সাল, মোহাম্মদ কামার উদ্দিন, বিজয় শেখর দাশ প্রমুখ।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমিতে গার্মেন্টস ভিলেজ গড়ে তুলতে ২০১৮ সালের মার্চ মাসে বিজিএমইএর সঙ্গে চুক্তি করে বেজা। বিজিএমইএ ছাড়া পোশাক মালিকদের অপর সংগঠন বিকেএমইএর সঙ্গেও একই ধরনের একটি চুক্তি করে বেজা।ইন্ডাস্ট্রিয়াল জোনবিষয়ক কমিটির সভায় বিজিএমইএ নেতারা বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পকে টেকসই পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারকে শিল্পবান্ধব নীতিমালা বাস্তবায়নযোগ্য করতে হবে। সরকার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভ্যাট অব্যাহতির বিষয়টি বিবেচনা করলে সেখানে নতুন বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা মিরসরাই অর্থনৈতিক জোনের বিজিএমইএ গার্মেন্টস ভিলেজকে পাইলট প্রজেক্ট হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই অর্থনৈতিক জোনে বিজিএমইএর ৫৯টি প্রতিষ্ঠানের নামে ৩২১ একর ভূমি লিজ দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল জোনে রাস্তার কাজ, ড্রেনের কাজ, বক্স কালভার্ট, বৈদ্যুতিক কাজ ইত্যাদিসহ প্রায় ৮৫% কাজের সার্বিক অগ্রগতি হলেও কিছু জটিলতার কারণে এখনও প্লট বুঝে নেওয়া সম্ভব হচ্ছে না। বিজিএমইএ নেতারা স্বল্প সুদের অর্থায়নের মাধ্যমে বিনিয়োগ সুবিধা, সদস্য প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক প্লট হস্তান্তরের সুবিধা এবং চট্টগ্রামে বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্স উপযোগী বিভিন্ন উপযুক্ত স্থানে ছোট ছোট শিল্প জোনে স্থানান্তরের বিষয়ে আলোচনা করেন।