হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টম হাউস। এই উদ্দেশ্যে বিমানবন্দরের অধীনে থাকা এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ঢাকা কাস্টম হাউসের এ-সংক্রান্ত এক নির্দেশে বলা হয়েছে, কাস্টম হাউসের শুল্কায়ন টিমগুলো ও এর অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও একপ্রেস সার্ভিস ইউনিটে দুর্যোগ-পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার জন্য আগামীকাল শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। নির্ধারিত দিন ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কাস্টম কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে দুর্যোগ-পরবর্তী সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো স্থবিরতা সৃষ্টি হবে না। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন, যা বাণিজ্যিক গতি ও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।