
মূল্য সংযোজন কর বা ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম এখন থেকে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এতদিন এসব কাজ আইভাস সিস্টেমে সম্পাদিত হয়ে আসছিল। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটের অনলাইনসংক্রান্ত কাজগুলো আইভাস সিস্টেমে সম্পন্ন হচ্ছে। কিন্তু আইবাস++ এবং আইভাস নাম দুটি উচ্চারণে মিলে যাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা নিরসনে এনবিআরের বোর্ডসভার সিদ্ধান্ত অনুসারে ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক সব কার্যক্রম ই-ভ্যাট সিস্টেমে হবে। অর্থাৎ আইভাসের সব কাজ ই-ভ্যাট নামে সম্পন্ন হবে।ই-ভ্যাট সিস্টেমে ভ্যাটসংক্রান্ত অনলাইনভিত্তিক নিবন্ধন কার্যক্রম, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ-চালান ও ই-চালানভিত্তিক সব কার্যক্রম, রাজস্ব আদায়ে ভ্যাটসংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ মূসক ৪.৩ এ দাখিল ও পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রম সম্পন্ন হবে। এসব কার্যক্রম ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে এ সিস্টেমটিকে অধিকতর ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছে এনবিআর।