
চলতি অর্থবছরের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেটে দেওয়া লক্ষ্যমাত্রার তুলনায় যা ২৪ হাজার কোটি টাকা বেশি। মূল বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শফিকুল আলম বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার বেড়েছে। এই প্রেক্ষাপটে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত রাজস্ব থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা। এনবিআর-বহির্ভূত অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ২০ হাজার কোটি টাকা।তিনি জানান, সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার। সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।