ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্সঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্তপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্সশুল্ক আরও কমানোর চেষ্টায় সরকার

৪। সরবরাহ

পণ্য বা সেবা সরবরাহের উপর মূসক পরিশোধ করতে হয়। মূসক আইনে সরবরাহ শব্দটিকে সুবিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সংজ্ঞায় বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য, প্রদত্ত সেবা বা কোন ব্যবসায়ী কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের ক্ষেত্রে পণের বিনিময়ে বিক্রয়, হস্তান্তর ইজারা বা পণের বিনিময়ে বা অন্যকোন উপায়ে উক্তরূপ পণ্যের বা সেবার নিষ্পত্তিকরণকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এছাড়া, এই সংজ্ঞায় আরো অন্তর্ভুক্ত আছেঃ -ব্যবসায় কার্য পরিচালনাকালে অর্জিত, প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের বা সেবার ব্যক্তিগত, ব্যবসায় সংক্রান্ত বা ব্যবসায় বহির্ভূত কাজে ব্যবহার; -পণ্যের প্রস্তুত বা উৎপাদন বা ব্যবসায় স্থল হতে পণ্য খালাস বা অপসারণ;কোন ব্যক্তির ঋণ পরিশোধের নিমিত্তে কোন পণ্যের বা সেবার নিলাম বা বিলিবন্দেজ ইত্যাদি;