রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশবেশি দাম দিয়ে নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংকপ্রাইম ফাইন্যান্স গ্রুপের ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং

১৪। কর পরিশোধ

বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখাসমূহে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদেয় কর পরিশোধ করতে হয়। ট্রেজারী চালান তৈরী হয় তিন কপি। ট্রেজারি চালানে সংশ্লিষ্ট কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড সঠিকভাবে লিখতে হবে। করদাতা কর্তৃক সংরক্ষিত চলতি হিসাব নামক রেজিস্টারের জমার ঘরে ট্রেজারীতে জমাকৃত টাকার হিসাব রাখা হয়। সরকারী কোষাগারে প্রদেয় কর জমা দেয়ার প্রমাণ হিসাবে দাখিলপত্রের সাথে ট্রেজারী চালানের কপিও সংযুক্ত করতে হয়। মূল্য সংযোজন কর বিভিন্ন কমিশনারেটের হিসাব কোডসহ অন্যান্য হিসাব কোড পরিশিষ্ট-৬ এ দেখানো হয়েছে।