মেট্রোরেলের ভাড়ায় বসছে ১৫% ভ্যাটকৃষি ও নিত্যপণ্যে শুল্ক না বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশকরছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রীবাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কিছুটা কমাবে এনবিআরইআরডি-র প্রতিবেদন অনুযায়ী বাড়ছে দেশি-বিদেশি ঋণের ঝুঁকি
No icon

বাজেট প্রণয়ন নয়, বাস্তবায়নই চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

বাজেট প্রণয়নে কোনও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেছেন, বাজেট বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। এবার বাজেট ঘাটতি ধরা হবে ৫ শতাংশ। যা গতবারও ছিল, তার আগেরবারও ছিল, এটাই স্ট্যান্ডার্ড। বুধবার (৮ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মধ্য আয়ের মানুষ থাকলেও ট্যাক্স দেয় মাত্র পাঁচ লাখ মানুষ। আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবেন না বলেও জানান তিনি। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে দেশের শেয়ার বাজার নিয়েও কথা থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের সব মানুষের জন্য বাজেট। দেশের মানুষকে প্রাধান্য দিয়েই বাজেট তৈরি করবো। দেশের উন্নয়ন হয়, প্রত্যেকটি মানুষের যেন উপকারে আসে এবং প্রতিটি সেক্টরকে আরও বিকশিত করার মতো করেই বাজেট দেওয়া হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টরের জন্য উপযোগী যা দরকার বাজেটে সব থাকবে। শেয়ার মার্কেট নিয়েও কথা থাকবে। সব সেক্টর নিয়ে কথা থাকবে। তবে নির্দিষ্ট করে এ মুহূর্তে কোনও কথা বলা যাবে না। বাজেট বিষয়ে কথা বলার নির্দিষ্ট সময় আছে, সে সময় এখনও আসেনি।

তিনি বলেন, রাজস্ব আহরণ করতে হবে। তারপর প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে।

দুর্নীতি কমানো গেলে ১ লাখ ১২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা সম্ভব - মন্ত্রিপরিষদ বিভাগের এমন অভিমত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ যা বলেছে সত্য কথা বলেছে। দেশে ট্যাক্স জিডিপির অনুপাত মাত্র ১০ শতাংশ। দেশের চার কোটি মানুষ ট্যাক্স দিলে আমাদের ট্যাক্স জিডিপির অনুপাত বাড়তো। তবে আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবে না।