জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্তঅনলাইনে রিটার্ন দাখিল ৬ লাখ ছাড়িয়েছেকর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে লাখ লাখ কোটি টাকার দুর্নীতিনবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১৫ বছর পর্যন্ত কর সুবিধাঅনলাইনে ৫ লাখের বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন
No icon

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব

আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব বলে মনে করছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) নেতারা। তারা বলছেন, রপ্তানিকে উৎসাহিত করার মতো অনেক উদ্যোগ রয়েছে এবারের বাজেটে।সোমবার বিপিজিএমইএ আয়োজিত কর্মশালায় তারা এসব কথা বলেন। রাজধানীর পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ। এতে এফবিসিসিআইর উপদেষ্টা নিরীক্ষক স্নেহাশীষ বড়ূয়া বক্তব্য দেন।এ ছাড়া বিপিজিএমইএর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন ও ফেরদৌস ওয়াহেদ, বাংলাদেশ পিভিসি পাইপ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, বাংলাদেশ পেট ফ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।