সব কাস্টম হাউসে অনলাইনে শুল্ক-কর দেওয়া যাবেতুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চান উদ্যোক্তারাআলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনার
No icon

ফ্ল্যাট ইজারা নিবন্ধনে দিতে হবে ৪% উৎসে কর

ধরুন, আপনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অ্যাপার্টমেন্ট প্রকল্প থেকে একটি ফ্ল্যাট কিনেছেন। সি ব্লকের ওই ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৬৫৪ বর্গফুট। মূলত রাজউক আপনাকে ৯৯ বছরের জন্য ওই ফ্ল্যাট ‘ইজারা’ দিয়েছে। ইজারা মূল্য বাবদ আপনি কিস্তিতে এক কোটি টাকা পরিশোধ করে ফ্ল্যাটের ইজারা দলিল নিবন্ধন করেছেন। আপনাকে এখন ইজারা মূল্যের ওপর ৪ শতাংশ হারে ৪ লাখ টাকা উৎসে কর দিতে হবে। তা না হলে সাবরেজিস্ট্রি অফিস দলিল নিবন্ধন করবে না।