অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা ভ্যাট-ট্যাক্স প্রদানে সক্ষম তাদের সবাইকে এর আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, এনজিও নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মত বিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন,যারা ট্যাক্স-ভ্যাট প্রদানে সক্ষম তাদের সবাইকে এর আওতায় আনব। তাই এইগুলো করার জন্য কারো ওপরে করের হার বাড়াব না। আমরা কাউকে কষ্ট দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই এই কাজটি করতে চাই। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এইবারের বাজেট প্রকাশ করতে চাই। এই বাজেট হচ্ছে জনগণের বাজেট। তাই তাদের বাজেট সম্পর্কে জানার অধিকার আছে।
তিনি বলেন, আমরা এই বাজেটে শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই খাতকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মন্ত্রী আরো বলেন, আমি আমার সমস্যাগুলো বুঝি। আমি তৃণমূল থেকে এখানে এসেছি। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে এলাকার লোকের টাকায় পড়াশোনা করতে হয়েছে। তাই আমি বলব, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আপনারা ঠকবেন না। এই দেশটা সকলের। দেশের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না।