যুক্তরাষ্ট্রে মাসে বাড়তি শুল্ক দাঁড়াবে ২৫ কোটি ডলারবাধ্যতামূলক অবসর এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তাকে কিছু চীনা পণ্যে সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্রভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর অব্যাহতিইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক
No icon

মুনাফা কমলো গ্রামীণফোনের

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের মুনাফা গত বছরের তুলনায় কমেছে। সেই সঙ্গে কমেছে সম্পদ মূল্য।কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৬ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি মুনাফা কমেছে ২৩ পয়সা।এদিকে, চলতি বছরের মার্চ মাস শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা। ২০২২ সালের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৯৪ পয়সা সম্পদ মূল্য কমেছে।অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাবে বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৫২ পয়সা।