কর ফাঁকি ধরতে আসছে নতুন সফটওয়্যারমোবাইলে কত রিচার্জ করেন, জানাতে হবে এনবিআরকেনতুন আইন আয়কর আইনে ২২ খাতের আয়ে আছে কর অব্যাহতি সুবিধানিরীক্ষায় পড়লে একজন করদাতার পেছনে ছুটবেন সাত কর্মকর্তাপাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাঙ্ক
No icon

ঘোষণার চেয়ে বেশি দামে ডলার বিক্রি করায় বেশ কিছু ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব শুরু করেছে

গত রোববার ও গতকাল সোমবার এমন কয়েকটি ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই কারণে আরও কয়েকটি ব্যাংকের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিভিন্ন সূত্রে যেসব ব্যাংকের নাম জানা গেছে সেগুলো হলো বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শরিয়াহভিত্তিক আল-আরাফাহ ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন। তবে তাঁদের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।