অর্থ পাচার মামলার ভয়ে দেশে ফিরল ১১০০ কোটি টাকাঅর্থ পাচার মামলার ভয়ে দেশে ফিরল ১১০০ কোটি টাকাঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে রূপালী লাইফকর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইল
No icon

আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ আবারও পুনর্গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে জোর করে ব্যাংক থেকে বের করে দখল নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে শিকদার পরিবারকে হটিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেয় এস আলম গ্রুপের হাতে।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের পরিচালক হয়েছেন। আর স্বতন্ত্র পরিচালক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।