সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে নাকর ফাঁকিবাজদের ধরতে কর্মকর্তাদের টার্গেট দেওয়া হবেআয়কর রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের নজরদারিতে আনছে এনবিআরকরপোরেট করে শর্ত শিথিল হচ্ছে বাড়ছে করমুক্ত আয়ের সীমাব্যক্তিশ্রেণির করদাতাদেরও ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে
No icon

ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে কোনো সঙ্কট নেই : ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সঙ্কট নেই। কোনো প্রকল্পের কাজই স্থগিত হয়নি। আজ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সঙ্কট নেই।

বিজ্ঞান প্রযুক্তিসহ আরো বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরো বলেন, বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ। বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য ভারত এগিয়ে আসতে পারে। এদিকে ঢাকা-দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।