সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এ মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২৮ হাজার ৮৫৬ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ গড়ে প্রতিদিন ৮ কোটি ২ লাখ ডলার করে দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
<iframe frameborder="0" height="0" id="aswift_2" name="aswift_2" scrolling="no" src="https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1192651744743967&output=html&h=250&slotname=5406880443&adk=1612659677&adf=1822162596Π=t.ma~as.5406880443&w=300&abgtt=5&lmt=1727788235&format=300x250&url=https://www.dailynayadiganta.com/economics/19654328/সেপ্টেম্বরে-বেড়েছে-রেমিট্যান্স-প্রবাহ&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI5LjAuNjY2OC42MCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI5LjAuNjY2OC42MCJdLFsiTm90PUE_QnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyOS4wLjY2NjguNjAiXV0sMF0.&dt=1727788423908&bpp=1&bdt=943&idt=1&shv=r20240925&mjsv=m202409240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID=d112640a3c2af41d:T=1720532277:RT=1727788372:S=ALNI_MYJ_Bu_6-ZuptcpDeEk1blv32EiJw&gpic=UID=00000e8a24a4b100:T=1720532277:RT=1727788372:S=ALNI_MYu7LWkdWmgOaGGRos2zzM8XGM_TA&eo_id_str=ID=26c6bba5a5bc32ec:T=1719144653:RT=1727788372:S=AA-AfjZsXNdCpFIFi7a2iSm8xRG3&prev_fmts=0x0,728x90&nras=1&correlator=6708032373471&frm=20&pv=1&u_tz=360&u_his=7&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=1242&biw=1350&bih=641&scr_x=0&scr_y=0&eid=44759876,44759927,44759837,31087431,31087433,95341936,95342015,95343328&oid=2&pvsid=493698365375865&tmod=1487453580&uas=0&nvt=1&ref=https://www.dailynayadiganta.com/economics/3&fc=1920&brdim=0,0,0,0,1366,0,1366,728,1366,641&vis=1&rsz=||leEbr|&abl=CS&pfx=0&fu=0&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&dtd=8" title="Advertisement" width="0"></iframe>মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর আগস্টে দেশে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ডলার। সে হিসাবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
সেপ্টেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, ২৯ থেকে ৩০ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।