ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে ফ্যামিলিটেক্স১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআরঅনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে কাগজে জমাচলতি কর বছরে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান
No icon

কর্মঘণ্টা কমানোর সুফল আইসল্যান্ডের অর্থনীতিতে

সংক্ষিপ্ত কর্মঘণ্টা ও সপ্তাহে তিনদিন ছুটির শিথিল নিয়মে বেশির ভাগ ইউরোপীয় দেশের তুলনায় ভালো করছে আইসল্যান্ডের অর্থনীতি। যুক্তরাজ্যের অটোনমি ইনস্টিটিউট ও আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (এএলডিএ) নামে দুটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, ২০২০-২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী সপ্তাহে চারদিনসহ সংক্ষিপ্ত কর্মঘণ্টার প্রস্তাব গ্রহণ করেন। তবে এ সুযোগ নেয়া কর্মীর সংখ্যা বর্তমানে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর সিএনএন।